Transacton

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 10

Welcome to our channel

“Leaders Community”

হিসাব বিজ্ঞান/ Accounting

আজকের আলোচনার বিষয় হল লেনদেন/ Transaction


রিসোর্সঃ মিরাজ হোসেন সবুজ
লেনদেন (Transacton)

লেনদেন অর্থ দেয়া - নেয়া / আদান - প্রদান


হিসাব বিজ্ঞানে যে সকল ঘটনা অর্থের মাপকাঠিতে
পরিমাপযোগ্য,ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্ত ন
করে এবং হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করে সে
সকল ঘটনাকে লেনদেন বলে।
লেনদেন বুঝতে হলে আমাদের আগে ঘটনা বুঝতে হবে ।যা ঘটে
তাই ঘটনা। ঘটনা দুই প্রকার

১। আর্থিক ঘটনা

২।অনার্থিক ঘটনা

মূলত আর্থিক ঘটনা থেকেই লেনদেনের সৃষ্টি হয়।


লেনদেনের বৈশিষ্ট্যঃ
১। অর্থের অঙ্কে পরিমাণ যোগ্যঃ প্রত্যেকটি লেনদেন অর্থের ( টাকার) অঙ্কে
পরিমাপযোগ্য হবে
২।দ্বৈত স্বত্তাঃ দুটি পক্ষ থাকবে। দাতা ও গ্রহীতা।
৩।আর্থিক অবস্থার পরিবর্ত নঃ সম্পদ,দায় ও মালিকানা স্বত্ত্বের পরিবর্ত ন করবে
৪ । স্বয়ংসম্পূ র্ণ ও স্বতন্ত্রঃ প্রত্যে কটি লে নদে ন স্বয়ংসম্পূ র্ণ ও স্বতন্ত্র । অর্থা ৎ
একই ঘটনা আজকে ঘটলে একটি লেনদেন হবে। আবার দুই দিন পর পুনরায় ঘটলে
নতু ন করে লেনদেন হবে। একটার ওপর আরেকটা নির্ভ রশীল নয়
৫। দৃশ্যমানতাঃ লেনদেন দৃশ্যমান ও অদৃশ্যমান দুই ই
হতে পারে।
৬। ঐতিহাসিক ঘটনাঃ সে সকল ঘটনা পূর্বে ঘটে গেছে
তাকে ঐতিহাসিক ঘটনা বলে।
৭। হিসাব সমীকরণে প্রভাবঃ প্রত্যেকটি লেনদেন হিসাব
সমীকরণের কমপক্ষে দুটি উপাদানের ওপর প্রভাব
বিস্তার করে।
লেনদেন চেনার উপায়:
কোন ঘটনা লেনদেন কিনা তা যাচাই করার জন্য
আমাদের কে লেনদেনের ৭ টিকে বৈশিষ্ট্যের মধ্যে মাত্র
২ টি বৈশিষ্ট্যকে বিবেচনা করেই আমরা লেনদেন নির্ণয়
করতে পারি
১।অর্থের অঙ্কে পরিমাপযোগ্যঃ আমরা ঘটনার শ্রেণিবিভাগে পড়েছি যে
ঘটনা দুই প্রকার ১।আর্থিক ঘটনা ২।অনার্থিক ঘটনা। আর আর্থিক ঘটনা
অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে। প্রথমে ঘটনাটি আর্থিক নাকি
অনার্থিক তা ণির্ণয় করতে হবে। এবং ঘটনাটি যদি আর্থিক হয় তবেই
আমরা পরবর্তী ধাপে যাবনা।
যেমনঃ ১০,০০০ টাকার পণ্য ক্রয়।
এখানে ১০,০০০ টাকা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। এবং পণ্য
ক্রয় একটি ঘটনা। অর্থাৎ ইহা একটি আর্থিক ঘটনা।
২। আর্থিক আবস্থার পরিবর্ত নঃ আর্থিক অবস্থার পরিবর্ত ন বলতে বুঝায় প্রতিষ্ঠান
সম্পদ,দায়,মালিকানা স্বত্ব ( মূলধন+ আয়-ব্যয়- উত্তোলন) এর পরিবর্ত ন বুঝায়।
যদি কোনো ঘটনা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্ত ন করতে সমর্থ হয়। তাহলে
আমরা সেই ঘটনাকে লেনেদেন বলতে পারি।
১০,০০০ টাকা পাণ্য ক্রয়ের ফলে। প্রতিষ্ঠানের নগদ ১০,০০০ টাকা হ্রাস/ কমে
গেছে। অন্যদিকে ক্রয় করার ফলে ব্যয়/ খরচ বৃদ্ধি পে য়ে ছে । অর্থা ৎআর্থিক
অবস্থার পরিবর্ত ন ঘটেছে।এবং এটি একটি লেনদেন।
অন্যদিাকে ধরা যাক ১০,০০০ টাকার পাণ্য ক্রয়ের জন্য ফরমায়েশ দেওয়া হল/
চুক্তিকরা হল / অর্ডার করা হল/সিদ্ধান্তগ্রহন করা হল।
আমরা খেয়াল করি যে ঘটনাটি একটি আর্থিক ঘটনা কারন ১০,০০০ টাকা
অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, কিন্তু ঘটনাটি আর্থিক অবস্থার পরিবর্তান সাধন
করতে পারে নি। কারন ঘটনাটি এখনো সংঘটিত হয় নি বলে প্রতিষ্ঠানের
১০,০০০ টাকা হ্রাস পায় নি এবং ক্রয় বাবদ ব্যয় ও হয়নি। তাই এটি লেনদেন নয়।
মনে রাখতে হবে সব লেনদেন ই ঘটনা কিন্তু সব ঘটনা লেনদেন না।শুধু মাত্র অর্থের
অঙ্কে পরিমাপযোগ্য এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্ত নকারী ঘটনাকে
লেনদেন বলবো।
বিঃদ্রঃ চু ক্তি,সিদ্ধান্ত,অর্ডার,ফরমায়েশ,নিয়োগ,মৃত্যু, মালিকের ব্যক্তিগত কাজ
এবং যা ব্যবসায়ের সাথে সম্পৃক্ত নয় এবং ব্যবসায়ের আর্থিক অবস্থার ওপর
প্রভাব বিস্তার করতে পারে না।এমন ঘটনাকে আমরা লেনদেন বলবো না ।
হিসাব বিজ্ঞানে কখনো মালিক এবং প্রতিষ্ঠানকে এক করা যাবে না। মনে রাখতে
হবে মালিক ব্যবসায় হতে আলাদা এবং একজন পাওনাদার ছাড়া কিছুই না।

You might also like