File 54756 1597040663

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 19

স্বাগত

শিক্ষক পাঠ
পরিচিতি পরিচিতি

সাহানা আকতার বাংলা –১ম পএ


সহকারি শিক্ষক [বাংলা]
যদুনাথ স্কু ল এ্যান্ড কলেজ
দশানী, বাগেরহাট। (পদ্যাংশ)
ইমেইল- shahanaater শ্রেণিঃনবম/ দশম
পিরিয়ডঃ দ্বিতীয়
211969.@.com
মোবাইলঃ
০১৭১০৮৫১৩৬৫ সময়ঃ ৫০ মিনিট।
চিএ গুলি দেখ এবং
ভাবঃ-
৭ই মার্চে র ভাষণ
জাতীয়
স্মৃতিসৌধ

মহান
মুক্তিযুদ্ধ

পাক-সেনাদের আত্নসমার্পন
আজকের আলোচ্য
বিষয়-
তোমাকে পাওয়ার জন্যে,
হে স্বাধীনতা
শামসুর রাহমান
শিখনফ

এ পাঠ শেষে শিক্ষার্থীরা------
১। কবি পরিচিতি বলতে পারবে
২। নতু ন শব্দের অর্থ লিখতে পারবে
৩। কবিতাটি প্রমিত ঊচ্চারণে আবৃত্তি করতে পারবে
৪। কবিতাটির মূলভাব বিশ্লেষণ করতে পারবে
কবি পরিচিতি
১৯২৯
২০০৬ জন্ম কত
সাল
মৃত্যু
সাল
সালে?
ঢাকা শহরে। তাঁর মোখলেছুর
পিতাঃ পিতা
এবংচৌধুরী
রহমান মাতার
। মাতাঃ
১৭ই আগষ্ট
তাঁর উল্লেখযোগ্য নাম কী
আমেনে খাতু ন
কাব্যগ্রন্থঃ প্রথম গান
দ্বিতীয় মৃত্যুর আগে,বিধ্বস্ত তাঁর পেশা কী
সাংবাদিকতা
নীলিমা,রৌদ্রর করোটিত ছিল?
ে,নিরালোকে দিব্যরথ, নিজ
বাসভূ মে,বন্দী শিবির থেকে,
একু শে পদক এস,এস,সি ১৯৪৫ সাল
দেশদ্রোহী হতে ইচ্ছে করে,
সহ অসংখ্য ঢাকার পোগোজ স্কু ল,
দুঃসময়ের মুখোমুখি,ফিরিয়ে নাও
ঘাতক কাঁটা, একধরনের পুরস্কারে শিক্ষা জীবনঃ
ইন্টার
ভূ ষিত -মিডিয়েট ঢাকা কলেজ,
অহংকার, হরিনের হাড়, বুক তার
হন। স্নাতকঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের হ্রদয়,গৃহ যুদ্ধের
আদর্শ
পাঠ
তোমাকে পাওয়ার জন্যে, হে
স্বাধীনতা
শামসুর রাহমান

তোমাকে পাওয়ার জন্যে, হে


স্বাধীনতা আর কতবার দেখতে
তোমাকে পাওয়ার জন্যে হবে খান্ডবদাহন?
তোমাকে পাওয়ার জন্যে, হে
স্বাধীনতা
শামসুর রাহমান

তু মি আসবে বলে হে
স্বাধীনতা,
সাকিনা বিবির, কপাল
ভাঙলো
সিঁথির সিঁদুর মুছে গেল
হরিদাসীর।
তোমাকে পাওয়ার জন্যে, হে
স্বাধীনতা
শামসুর রাহমান

তু মি আসবে বলে হে, স্বাধীনতা,


শহরে বুকে জলপাই রঙের ট্যাঙ্ক
এলো তু মি আসবে বলে, হে স্বাধীনতা,
দানবের মত চিৎকার করতে ছাএাবাস, বস্তি উজাড় হলো।
করতে রিকয়ীলরেস রাইফেল
আর মেশিনগান খই ফোটালো
যএতএ।
তু মি আসবে বলে ছাই হলো গ্রামের পর
গ্রাম।

তু মি আসবে বলে বিধবস্ত পাড়ায়


প্রভু র বাস্তভিটার স্তুপে দাঁড়িয়ে
একটানা আর্ত নাদ তু মি আসবে বলে, হে স্বাধীনতা,
করল একটা কু কু র। অবুজ শিশু দিল পতা- মাতার লাশের
তোমাকে পাওয়ার জন্যে, হে
স্বাধীনতা
শামসুর পাওয়ার
তোমাকে রাহমান জন্যে, হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার
জন্যে,
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়
আর কতবার দেখতে হবে খান্ডবদাহন?

স্বাধীনতা, তোমার জন্যে থুত্থড়ে এক বুড়ো


উদাস দাওয়ায় বসে আছেন – তাঁর চোখের নিচে
অপরহ্নের
দূর্বল আলোর ঝিলিক, বাতাসে নড়ছে চু ল।
স্বাধীনতা, তোমার জন্যে,
মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে
আছে
স্বাধীনতা, তোমার জন্যে
হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে
বসে আছে পথের ধারে।

তোমার জন্যে,
সগীর আলী, শাহবাজপুরের সেই জোয়ান কৃ ষক,

কেষ্ট দাস, জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা,

মতলব মিয়া, মেঘনা নদীর দক্ষ মাঝি,


গাজী গাজী ব’লে নৌকা চালায় উদ্দাম
ঝড়ে,
রুস্তম শেখ, ঢাকার রিকশাওয়ালা, যার
ফু সফু স
এখন পোকার দখলে
আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুড়ে বেড়ানো
সেই তেজী তরুণ যার পদভারে
একটি নতু ন পৃথিবীর জন্ম হ’তে চলেছে —
সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে, হে
স্বাধীনতা।
পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জলন্ত
ঘোষণার ধ্বনি-প্রতিধ্বনি তু লে,
মতু ন নিশান উড়িয়ে, দামামা বাজিয়ে
দিগ্বিদিক
এই বাংলায়,
তোমাকেই আসতে হবে, হে স্বাধীনতা।
কঠিন শব্দের ব্যবহার
খান্ড
ছাএাবা ছাএদের ব
স আবাস
আর
ণ্য
বাস্তভি
বস্তি গরিব টা
লোকেদের
থাকার জায়গা

বসত
জোড়ায়
আছে কাজ
1. ‘ছাএাবাস বস্তি উজাড় হলো’- এ পঙক্তিতে কিসের চিএ

তা ব্যাখ্যা কর।
২. কু কু রটা কেন আর্ত নাত করল ?
৩. ‘আর কত বার ভাসতে হবে রক্তঙ্গায়’- এ কথআ কবি কেন
বলেছেন?
৪. কবি শামসুর রাহমানে প্রধান কাব্যগ্রন্থগুলির নাম লেখ।
একক
কাজ
আমার অনুজ পড়ে থাকে গলিপথে
হুমড়িখেয়ে
আমার পিতার লাশ রক্তে ভাসে এখানে
ওখানে
আমার মায়ের অশ্রুসিক্ত করে উষ্ণ
আমার বোনের লজ্জা
ঝু লে থাকে কড়িকাঠে নিস্করুণ, জলে
ডোবে ঠান্ডা কোমলতার নিচে।
প্রশ্নঃ উদ্দীপকের সাথে ‘তোমাকে পাওয়ার
জন্য হে
মুল্যায়

১। শামসুর রাহমানের পৈতৃ ক নিবাস কোথায়?
উত্তরঃ নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে।
২। কার সিঁথির সিঁদুর মুছে গেল?
উত্তরঃ হরিদাসির।
৩। দানবের মতো চিৎকার করতে করতে কী এলো?
উত্তরঃ জলপাই রঙের ট্যাঙ্ক।
৪। অবুঝ শিশু হামাগুড়ি দিল কোথায়?
উত্তরঃ পিতা - মাতার লাশের উপর।
৫। কোন আগ্নিয়অস্ত্র গুলি খই ফোটালো যএতএ?
উত্তরঃ রিকয়েললেস রাইফেল আর মেশিনগান
বাড়ির কাজ

কবি শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্যে হে,


স্বাধীনতা কবিতায় আজকের পাঠেবাংলাদেশের মহান
স্বাধীনতা যুদ্ধের কোন দিকটির প্রতিফলন ঘটেছে তা
আলোচনা কর।
ধ স
ন্য বা
বা ই
দ ক

You might also like