File 66465 1630851709

You might also like

Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 15

আজকের ক্লাসে

সকলকে স্বাগতম
শিক্ষক পরিচিতি

নামঃ প্রশান্ত কু মার দাস


সহকারী শিক্ষক ( গনিত ও বিজ্ঞান )
আইডিয়াল হাইস্কু ল ভাদৈ , হবিগঞ্জ।
মোবাঃ ০১৭১১০৬৪৯৬৯
ই-মেইলঃ prosantaideal1976@gmail.com
পাঠ পরিচিতি
শ্রেনিঃ ষষ্ট
বিষয়ঃ কৃ ষি শিক্ষা ,অধ্যায়ঃ
তৃ তীয়
পাঠঃ১১
সময়ঃ ৫০মিনিট
তারিখঃ ০৩/০৯/২০২১ইং
নিচের ছবিগুলো দেখ এবং চিন্তা কর।
আজকের পাঠ

সারের প্রকারভেদ
শিখনফল
এই পাঠ শেষে শিক্ষার্থী………………
1.সারের প্রকারভেদ বর্ণনা করতে পারবে।
2.কৃ ষিতে রাসায়নিক সারের প্রভাব মূল্যায়ন করতে পারবে।
3.কৃ ষিকাজে সার ব্যবহারের উপযোগিতা মূল্যায়ন করতে
পারবে।
পাঠ পরিকল্পনা

ক্রম ধাপ উপস্থাপনা সময় উপকরণ

১) প্রস্তুতি শুভেচ্ছা বিনিময়, শ্রেণি বিন্যাস,রোল কল। ৩মিনিট বই,মার্কার,ডাষ্টার।

২) শিখনফল-১ পূর্বের ক্লাস যাচাই, আলোচনা, ৫মিনিট ডি সি

৩) শিখনফল-২ আলোচনা,চার্ট প্রদর্শন,একক কাজ। ১০মিনিট ডি সি

৪) শিখনফল-৩ আলোচনা প্রদর্শন,দলিয় কাজ। ১৫মিনিট ডি সি

৫) মূল্যায়ন সৃজন শীল প্রশ্ন তৈরীর মাধ্যমে। ১২মিনিট ডি সি

৬) বাড়ির কাজ নতু ন প্রশ্ন তৈরীর মাধ্যমে। ৩মিনিট ডি সি

৭) সমাপ্তি সকল কে ধন্যবাদ জানিয়ে। ২মিনিট ডি সি


উসঅনুযা
ৎ য়ী সারকে দুই ভাগে ভাগ করা
যায়
ক) জৈ ব সারঃ যে সব জী বে র থে কে প্রা প্ত
অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর ধবংসাবশেষ থেকে
প্রস্তুত হয়। যেমনঃ গো্বর সার কম্পোস্ট সার,
সবুজ সার,খৈল ।
খ) রাসায়নিক সারঃ যে সকল সার
কলখানায় তৈরী করা হয়।
ইউরিয়া,ডিএসপি,জি পসাম দস্তা সার
জমিতে জৈব সার প্রয়োগের
সুবিধা

১) জৈব সারে ফসলের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান


থাকে ।
২) মাটির উর্বরতা বৃদ্ধি করে ও অনুজীবের কার্যাবলী বাড়ায়।
৩) মাটির সংযুক্তির উন্নতি ঘটায় ও মাটির পানি ধারন ক্ষমতা বৃদ্ধি
করে।
রাসায়নিক সারের পুষ্টি
উপাদান।
ইউরিয়া টিএসপি
( নাইট্রোজেন ) (ফসফরাস,ক্যালসিয়াম)

এমওপি ( প্টাসিয়াম
) ডিএপি ( নাইট্রোজেন,ফসফরাস )

জিপসাম ( সালফার
ক্যালসিয়াম ) দস্তাসার
রাসায়নিক সার প্রয়োগের সুবিধা
১) উদ্ভিদের প্রয়োজন অনুযায়ী মাটিতে সঠিক পরিমানে পুষ্টি উপাদান যোগ
করা হয়।
২) উদ্ভিদের পুষ্টি ঘাটতি দ্রুত মিটানোর জন্য রাসায়নিক সার খুব কার্যকরী।

৩) ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ


ভূ মিকা রাখে।

রাসায়নিক সার প্রয়োগের


অসুবিধা
১) সুষম পরিমানে ব্যাবহার না করলে মাটি ও ফসলের ক্ষতি
হয়।
২) রাসায়নিক সার ব্যবহারের ফলে উৎপাদন খরচ বেড়ে
যায়।
একক
কাজ
প্রশ্নঃ উদাহরনসহ সারের শ্রেনিবিভাগ
বর্ণনা কর।
মূল্যায়ন

প্রশ্নঃ ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন খাদ্য


উপাদান পায়।
ক) খ) ফসফরাস গ) সালফার ঘ) পটাসিয়াম
নাইট্রোজেন
বাড়ির
কাজ

প্রশ্নঃ জৈব সার ও রাসায়নিক সারের নামের তালিকা


তৈরী কর।
ক্লাসে সক্রিয় থাকার জন্য সকলকে
ধন্যবাদ

You might also like