Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 18

আজকের ক্লাসে সবাইকে

স্বাগতম

তোমরা সবাই কেমন আছ ?


পরিচিতি
পাঠ পরিচিতি
নবম-দশম শ্রেণি
কৃ ষিশিক্ষা
পাঠঃ- দ্বিতীয় পরিচ্ছেদ
সময়ঃ-৪৫ মিনিট
তারিখঃ-
নিচের চিত্র গুলো লক্ষ্য কর এবং বল আমরা দেখতে কি
পাচ্ছি ?

বিভিন্ন প্রকার শাকসবজি দেখতে


তাহলে আজকে
আমরা শিখব ।।

শাকসবজির গুরুত্ব ও মৌসুম ভেদে


শ্রেণি বিভাগ
শিখনফল

1.শাকসবজির গুরুত্ব কি তা জানতে পারবে ।


2.শাকসবজির শ্রেণি বিভাগ ব্যাখ্যা করতে পারবে ।
3.শাকসবজির চাষ পদ্ধতি বিশ্লেষণ করতে পারবে ।
শাকসবজির গুরুত্ব

ঔষুধি শাকসবজি বিক্রি ।


খাদ্য
শাকসবজির গুরুত্বঃ- শাকসবজিতে প্রচু র পুষ্টি বিদ্যামান ।আধুনিক পদ্ধতিতে সাকসবজি চাষ করে
একদিকে পারিবারিক চাহিদা মেটানো যায় এবং অন্যদিকে অতিরিক্ত গুলো বিক্রি করে বাড়তি আয়ো করা
যায়
তাই শাকসবজির গুরুত্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি ।
1. খাদ্য হিসাবে শাকসবজির গুরুত্ব
2. ভেষজ গুনাগুন হিসাবে শাকসবজির গুরুত্ব
3. অর্থনৈতিক হিসাবে শাকসবজির গুরুত্ব
একক
কাজ

গুরুত্ব অনুসারে শাকসবজিকে কত ভাগে ভাগ করা হয়েছে


ও কি কি ?
শাকসবজির শ্রেণি বিভাগ

১। শীতকালীন সবজি ২।গ্রীষ্ম কালীন ৩।বারমাসি সবজি


সবজি
শীতকালীন
শাকসবজি

গাজর
শিম

ফু লকপি

টমেটো বাঁধা কপি


গ্রীষ্মকালীন সবজি

করলা

ঝিঙা পটল
কাঁচকলা
বেগুন

বার মাসি সবজি

পেঁপে

ঢ়েড়স
দলীয়
কাজ

পাঁচটি করে শীতকালীন,গ্রীষ্ম কালীন ও বারমাসি


সবজির নাম আলোচনা করে লিখ।
চল এবার আমরা কিছু চিত্র দেখি ।
চিত্র থেকে আমরা শাকসবজির উৎপাদনের বিবেচ্য বিষয়
সর্ম্পকে জানতে পারলাম ।
শাকসবজির উৎপাদনের বিবেচ্য বিষয় গুলো হল ।
1. ভালো বীজ
2. বীজতলার জমি নির্বাচন ও তৈরি।
3. বীজবপন ও বীজতলার যত্ন ।
4. মূল জমি নির্বাচন ও জমি তৈরি ।
5. বীজ বপন ও রোপন ।
6. পানিসেচ ও নিকাশ ।
7. আগাছা দমন ও মালচিং ।
8. পোকামাকড দমন ।
9. রোগ দমন ।
10.সময় মতো ফসল সংগ্রহ ।
মূল্যায়ন

1.মৌসুমের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে ?


2.শীতকালীন দুইটি সবজির নাম বল?
3.গ্রীষ্ম কালীন কয়েকটি সবজির নাম বল।
4.শাকসবজি উৎপাদনে বিবেচ্য বিষয় কয়টি ও কি কি?
বাডীর কাজ

শীত, গ্রীষ্ম ও বারমাসি শাকসবজির একটি


তালিকা তৈরি করে আগামী ক্লাসে জমা লিতে
হবে ।

You might also like