Download as pptx, pdf, or txt
Download as pptx, pdf, or txt
You are on page 1of 14

এপেক্স হোল্ডিংস লিমিটেড

চন্দ্রা কালিয়াকৈর গাজীপুর

বয়লার নিরাপত্তা নির্দে শাবলী


নিরাপদ বয়লার পরিচালনার জন্য বয়লার এর সতর্ক তামুলক কাজকে তিন ভাগে ভাগ করা যায়।

১. বয়লার চালু করার পূর্ব সতর্ক তা মুলক কাজ।


২. বয়লার চালু করার পর সতর্ক তা মুলক কাজ।
৩. সাধারন সতর্ক তা মুলক কাজ।
বয়লার চালু করার পূর্ব সতর্ক তা মুলক কাজ

 গেজ গ্ললাস দিয়ে দেখতে হবে বয়লার এর ভিতর পানির লেভেল ঠিক আছে নাকি।
বয়লার চালু করার পূর্ব সতর্ক তা মুলক কাজ

 ফিড ওয়াটার পাম্প ও এর সংশ্লিষ্ট সকল পাম্প খোলা রাখতে হবে


বয়লার চালু করার পূর্ব সতর্ক তা মুলক কাজ

 ফিড ওয়াটার ট্যাঙ্ক লেভেল চেক করতে হবে


বয়লার চালু করার পূর্ব সতর্ক তা মুলক কাজ

 সফটনার ফিড ওয়াটার এবং কেমিক্যাল ডোজিং পাম্প চেক করতে হবে
বয়লার চালু করার পূর্ব সতর্ক তা মুলক কাজ

 গ্যাস স্টেইনার ভালব খোলা আছে কিনা লক্ষ্য রাখতে হবে এবং গ্যাস প্রেসার ১০পি. এস আছে কিনা
লক্ষ্য রাখতে হবে
বয়লার চালু করার পূর্ব সতর্ক তা মুলক কাজ

 বয়লার এর ভেতরে গ্যাস থাকলে পাম্প চালিয়ে গ্যাস বের করে ফেলতে হবে
বয়লার চালু করার পর সতর্ক তা মুলক কাজ

 ষ্টীম সরবরাহ লাইনে মেইন হেডারের ভাল্ভ খোলা আছে নাকি এবং সেফটি ভাল্ভ ঠিক আছে নাকি চেক
করতে হবে।
বয়লার চালু করার পর সতর্ক তা মুলক কাজ

 মেইন হেডারের কন্ডেনসেট বাইপাস লাইন সবসময় চেক করতে হবে।


সাধারন সতর্ক তা মুলক কাজ

 বয়লার এর পেনেল বোর্ড এর মধ্যে কোন প্রকার কিছু রাখা যাবেনা।


সাধারন সতর্ক তা মুলক কাজ

 বয়লার সব্সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।


সাধারন সতর্ক তা মুলক কাজ

 বয়লার এ অনিয়মিত সমস্যা দেখা দিলে ইনচার্জ কে জানাতে হবে।


 বয়লার রোম এ থাকা অবস্থাইয় এয়ার প্লাগ/মাফ ব্যাবহার করতে হবে।
ধন্যবাদ

You might also like